নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের কোন বিকল্প ছিল না। তবে সেই ম্যাচে বাংলাদেশ তীরে এসে তরী ডুবিয়েছে। ব্যাটিং ব্যর্থতায় সহজ জয় হাতছাড়া করে এখন আফসোস করতে হচ্ছে নিগারদের। ম্যাচ শেষে নিগার জানিয়েছেন, ম্যাচের মোমেন্টাম পাল্টে যায় সুপ্তা চোট পেয়ে মাঠ ছাড়ার পরই। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে সোমবার (২০ অক্টোবর) টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। ৪৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রানে থামে বাংলাদেশ। এই ম্যাচে লক্ষ্য তাড়ায় নেমে ৪৪ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা। দুই অভিজ্ঞ ব্যাটার দেখেশুনে টেনে নিচ্ছিলেন দলকে। বিপত্তিটা ঘটে এই জুটিতে যখন ৮২ রান আসে। পায়ে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়েন...