ফিলিস্তিনি ছিটমহল গাজায় এক সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি সহিংসতার কারণে নড়বড়ে হয়ে পড়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার বাস্তবায়ন জারি রাখতে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতিতে ধরে রাখার লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছেন মার্কিন কূটনীতিকরা। এ লক্ষ্যে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। রোববার গাজার রাফায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন। এর জেরে গাজায় হামাসের বিভিন্ন লক্ষ্যস্থলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল, এতে অন্তত ২৬ জন নিহত হন। গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয় ইসরায়েল। এসব সহিংসতা ও পদক্ষেপে গাজা যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়। এসব ঘটনার প্রেক্ষিতে বিরাজমান যুদ্ধবিরতি ধরে রাখতে সক্রিয় হয় উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। তাদের চাপে ইসরায়েল গাজায় ফের...