২১ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কট্টরপন্থী রক্ষণশীল ব্যক্তিত্ব সানা তাকাইচি নির্বাচিত হতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি সংসদীয় ভোটে নির্বাচিত হবেন বলে অনেকটা নিশ্চিত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাকাইচির এই ইতিহাস রচনা জাপানের কাঁচের সিলিং ভেঙে ফেলার প্রতীক হিসেবে দেখা হচ্ছে, যেখানে এখনও পুরুষরা বেশিরভাগ ক্ষমতার অধিকারী। রয়টার্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সহযোগী তাকাইচির বিজয় অনেকটা নিশ্চিত হওয়ার কারণ তার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি গতকাল সোমবার ডানপন্থী জাপান ইনোভেশন পার্টির সাথে একটি জোট চুক্তিতে সম্মত হয়েছে, যা ইশিন নামে পরিচিত। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আবের আরেকজন অনুসারী সাতসুকি কাটায়ামাকে অর্থ মন্ত্রণালয়ের প্রধান পদে নিয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে কাটায়ামাও দেশটির প্রথম নারী...