কিম কার্দাশিয়ান, যিনি গ্ল্যামার, বিতর্ক আর সাফল্যের মিশেলে এক আধুনিক ধাঁধা। কেউ তাকে রিয়েলিটি শো’র তারকা বলেন, কেউ আবার বলেন বুদ্ধিদীপ্ত ব্র্যান্ড নির্মাতা। কিম কার্দাশিয়ান এমন একটি নাম-যা আজ শুধু জনপ্রিয়তার নয়, প্রভাবেরও প্রতীক। ক্যামেরার সামনে যতটা উজ্জ্বল, পর্দার পেছনেও ততটাই হিসেবি এই নারী। সমালোচনা, ব্যর্থতা কিংবা বিতর্ক-সবকিছুকেই তিনি নিজের পক্ষে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন এক সাম্রাজ্য। একসময় যা ছিল গসিপের বিষয়, আজ সেটিই তার অর্থ ও প্রভাবের উৎস। কিম দেখিয়ে দিয়েছেন, খ্যাতি শুধু ভাগ্যের খেলা নয়-এটি হতে পারে কঠিন কৌশল, সচেতন পরিকল্পনা এবং নিজেকে পুনর্গঠনের এক অবিরাম লড়াই। আজ জীবনের ৪৫ বছরে পা রাখলেন জনপ্রিয় এই মার্কিন রিয়েলিটি টিভি তারকা, উদ্যোক্তা, ফ্যাশন আইকন এবং সোশ্যাল মিডিয়া প্রভাবক। তাকে ঘিরে যেমন বিতর্কের ঝড় বয়ে গেছে, তেমনি রয়েছে গ্ল্যামার, বুদ্ধিমত্তা ও...