কর্মসূচি ঘোষণা করে সারা দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে শিক্ষক নেতা আজিজী বলেন, যারা শহীদ মিনারে আসতে পারেন না, আপনারা প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টায় জেলা ও উপজেলা সদরে অবস্থান নেবেন। তিনি বলেন, আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতোমধ্যে আমাদের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। এ অনশনের মাধ্যমে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায় শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে নিতে হবে। আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে; নইলে তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে। তিনি আরো বলেন, আমরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, তাহলে সবাইকে ঢাকায় এনে আমরা যমুনা ঘেরাও করব। আমরা সচিবালয়ে প্রত্যেকটি পয়েন্টে অবস্থান নেব। আমরা দেখব, আবরার সাহেব শিক্ষকের বুকের ওপর মাড়িয়ে কীভাবে সচিবালয়ে ঢোকেন? এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো...