২১ অক্টোবর ২০২৫, ১০:০৬ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১০:১০ এএম গতকাল সোমবার বিশ্বের একাধিক জনপ্রিয় অনলাইন সেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। অ্যামাজনের গুরুত্বপূর্ণ ক্লাউড নেটওয়ার্কে বড় বিঘ্ন ঘটে যাওয়ায় এই বিপর্যয় দেখা দেয়। এই ঘটনার প্রভাব পড়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম, বার্তা আদান–প্রদানের অ্যাপ, ব্যাংকিং সেবা এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে। সোমবার (২০ অক্টোবর) ভোরের দিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এ বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এর ফলে অ্যামাজনের ক্লাউড সেবা দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত পুরোপুরি সচল ছিল না। অ্যামাজন জানিয়েছে, সমস্যার মূল কারণ ছিল এডব্লিউএস-এর ‘লোড ব্যালান্সার হেলথ’-সংক্রান্ত ত্রুটি। প্রতিষ্ঠানটি ত্রুটি দূর করতে এবং পরিষেবাগুলো পুনরায় সচল করতে কাজ চালিয়ে গেছে। প্রভাবিত সেবাগুলোর মধ্যে ছিল অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, পারপ্লেক্সিটি এআই, ফোর্টনাইট, এয়ারবিএনবি, স্ন্যাপচ্যাট, ডুওলিঙ্গোসহ আরও...