পাপিয়ার সঙ্গে আমার কীসের খাতির এই প্রশ্ন নিয়ে সেবার সংসদে মেলা হইচই হলো। বিশেষ করে সুইডিশ পার্লামেন্টের আমন্ত্রণে আমি, পাপিয়া ও চুমকি আপা যখন দীর্ঘ এক মাস ভ্রমণ করে এলাম এবং সেই ভ্রমণকাহিনি নিয়ে বাংলাদেশ প্রতিদিনে লিখলাম তখন তোফায়েল ভাই আমাকে ডেকে পাঠালেন। সৈয়দ আশরাফ সাহেব, সুরঞ্জিত দাদা ও আমু ভাইয়ের সামনে আমাকে লম্বা জেরা করলেন। তৎকালীন স্পিকার এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদও একদিন এত্তেলা দিয়ে তাঁর কামরায় ডেকে নিলেন। সবার একই প্রশ্ন- পাপিয়ার সঙ্গে আমার কীসের এত খাতির। আমার মতো ভ্যাদভ্যাদা কাদামাটির ভ্যাদা মাছ স্বভাবের নরম মানুষের সঙ্গে অগ্নিকন্যা পাপিয়ার কি করে বন্ধুত্ব হয়!আওয়ামী লীগের লোকজনের মতো বিএনপির সংসদ সদস্যরাও অবাক হতেন- যখন তাঁরা দেখতেন সংসদে আমরা খুনশুটি কিংবা চিঠি চালাচালি করছি। সংসদের আর্দালিরা ওসব চিঠি আনা-নেওয়া করতেন। আমি...