সামাজিক যোগাযোগমাধ্যমে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন কিম কার্ডাশিয়ান। তাঁকে আপনি পছন্দ না-ই করতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারবেন না। আলোচিত-সমালোচিত এই কোটিপতি তারকার জন্মদিন আজ। এ উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে। বড় হওয়ার গল্প১৯৮০ সালের ২১ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে কিম কার্ডাশিয়ানের জন্ম। বড় হতে হতে নানা ধরনের ঘটনার সাক্ষী হন তিনি। ১৯৯১ সালে তাঁর বাবা দুঁদে আইনজীবী রবার্টের সঙ্গে মা ক্রিসের বিচ্ছেদ হয়ে যায়। আবার বিয়ে করেন মা। পাত্র ১৯৭৬ সালের অলিম্পিকে ডেকাথলনজয়ী ব্রুস জেনার। পরে ব্রুস রূপান্তরিত হন। নাম হয় কেইলিন জেনার। বছর কয়েক পর কার্ডাশিয়ানের বাবা রবার্ট বিখ্যাত এক মামলা লড়েন। ১৯৯৫ সালে মার্কিন ফুটবল কিংবদন্তি ওজে সিম্পসনের বিরুদ্ধে সাবেক স্ত্রী ও তাঁর বন্ধুকে হত্যার অভিযোগ ওঠে। সিম্পসনের হয়ে রবার্টই মামলাটি লড়েন এবং সিম্পসনকে...