জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এক ফেসবুক পোস্ট কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। জামায়াতে ইসলামীর নেতৃত্বে চলমান ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব’ (Proportional Representation বা পিআর) পদ্ধতির আন্দোলনকে তিনি ‘রাজনৈতিক প্রতারণা’ বলে মন্তব্য করে জনপরিসরে আলোড়ন তুলেছেন। যদিও এই প্রথমবার এনসিপির কোনো শীর্ষ নেতা প্রকাশ্যে জামায়াতের বিরুদ্ধে এতটা তীব্র ভাষায় বক্তব্য রাখলেন। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এতটা ক্ষোভ জামায়াতের প্রতি? এর পেছনে কি শুধুই মতাদর্শগত দ্বন্দ্ব, নাকি রয়েছে গভীর রাজনৈতিক কৌশল? নাহিদ ইসলামের ফেসবুক পোস্টটি ইংরেজি ভাষায় দেওয়া হলেও এর মর্মবাণী স্পষ্ট: তিনি জামায়াতের পিআর আন্দোলনকে “একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা” বলেছেন। তার দাবি, সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে দৃষ্টি সরাতে জামায়াত কৌশলগতভাবে পিআর ইস্যু সামনে এনেছে। তিনি এটিকে ‘কথিত আন্দোলন’ বলেও অভিহিত করেছেন। তার আরও...