বিরল খনিজ সম্পদের বাজারে চীনের প্রভাব মোকাবেলায় নতুন চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সোমবার হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ বাড়াতে চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। খবর আল জাজিরার। ট্রাম্প জানান, চুক্তিটি নিয়ে চার বা পাঁচ মাস ধরে আলোচনা হয়েছে। ট্রাম্প জানান, দুই নেতা বাণিজ্য, সাবমেরিন এবং সামরিক সরঞ্জাম নিয়েও আলোচনা করবেন। চুক্তি অনুযায়ী, দুই দেশ যৌথভাবে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রকল্পে বিনিয়োগ করবে। আর এই পদক্ষেপ খনিজ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ খাতে বড় পরিবর্তন আনতে পারে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্র্রী আলবানিজ এই চুক্তিকে ‘পাইলাইন’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমরা এটি এগিয়ে নিতে প্রস্তুত’। তার মতে, এটি অস্ট্রেলিয়ার খনি ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়াবে। চুক্তি অনুযায়ী, দুই দেশ আগামী ছয় মাসে খনি ও প্রক্রিয়াকরণ...