২১ অক্টোবর ২০২৫, ১০:২৬ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১০:২৬ এএম প্রয়াত হলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা গোবর্ধন আসরানি। জানা যায়, দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার, দীপাবলির দিন বিকেল ৪টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। এ দিন তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ভাইপো অশোক আসরানি। রাজস্থানের জয়পুরের বাসিন্দা আসরানি দীর্ঘদিন বলিউডের পর্দা কাঁপিয়েছেন। একাধিক সিনেমায় তাঁর অভিনীত চরিত্র কার্যত ‘কাল্ট’ হয়ে গিয়েছে। আসরানির মৃত্যুতে শোকের ছায়া সিনেমা জগতে। আসরানি ব্যক্তিগত সহায়ক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রবীণ এই অভিনেতাকে গত চার দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন তাঁর ফুসফুসে পানি জমে গিয়েছিল। সোমবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। এত বড় একজন অভিনেতার শেষকৃত্য এত তড়িঘড়ি কেন করে ফেলা...