গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা যথাযথভাবে কার্যকর করতে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বেশ কয়েকজন মার্কিন দূত। গাজায় নতুন করে হামলার জেরে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গত রোববার ফিলিস্তিনিদের এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হলে পাল্টা ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ২৮ জন নিহত হয়। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এই চুক্তি দীর্ঘস্থায়ী শান্তি আনবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। হামাসকে নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে এখনো কোনো সমাধান হয়নি। যদিও ইসরায়েল ও হামাস উভয়ই যুদ্ধবিরতি পরিকল্পনায় পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়েছে। ট্রাম্প...