২১ অক্টোবর ২০২৫, ১০:০৫ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১০:০৯ এএম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ক্রমেই টিকটকের ধাঁচে রূপ নিচ্ছে। প্ল্যাটফর্মটির মালিক প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তারা রিলস ফিচারকে আরও উন্নত করছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ভিডিও কনটেন্টে যুক্ত থাকেন। নতুন আপডেটে যুক্ত হচ্ছে ‘ফ্রেন্ড বাবল’ নামে একটি বিশেষ ফিচার। এতে কোনো ব্যবহারকারীর বন্ধু যদি কোনো রিলসে লাইক দেন, তবে ভিডিওর নিচের কোণে তার প্রোফাইল বাবল দেখা যাবে। মেটার মতে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন তাদের বন্ধুরা কোন ভিডিওগুলো পছন্দ করেছেন। পাশাপাশি ওই বাবলে ট্যাপ করলেই সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করা যাবে। প্রতিষ্ঠানটি বলছে, ‘বন্ধুদের লাইক দেখা সবসময়ই ফেসবুক অভিজ্ঞতার অন্যতম মূল দিক ছিল। নতুন ফিচারের মাধ্যমে আমরা সেই সংযোগ আরও দৃঢ় করছি।‘ রিলস ব্যবস্থাকে আরও আকর্ষণীয়...