২১ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযান চলমান, যা সরকারের পক্ষ থেকে “রেকর্ড ভাঙা” বলা হচ্ছে। ধরপাকড়ে কয়েক লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ মাধ্যমে দেশের কমিউনিটি ও আইনশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আছে বা তারা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে তার প্রশাসনের “রেকর্ড ভাঙা অভিযান” হিসেবে বর্ণনা করেছেন। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে...