আউটেজ মনিটরিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর জানিয়েছে, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বিশ্বজুড়ে এগারো মিলিয়নেরও বেশি ব্যবহারকারী সিস্টেম এর ত্রুটি রিপোর্ট করেছেন। এডব্লুএস জানিয়েছে, তাদের ইউএস-ইস্ট-১ অঞ্চলে ডিএনএস সিস্টেমের ব্যর্থতার কারণে ত্রুটিটি ঘটেছিল, যার ফলে সার্ভারগুলো প্রয়োজনীয় অনলাইন সেবা শনাক্ত করতে পারেনি। ইউনিভার্সিটি অব সারে-এর অধ্যাপক অ্যালান উডওয়ার্ড এ ব্যপারে মন্তব্য করেন, ‘অতি ক্ষুদ্র মানবিক ভুলও কত বড় প্রভাব ফেলতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।’ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অল্প কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ তা আবারও প্রমাণিত হলো ফিউচার অব টেকনোলজি ইনস্টিটিউট’র প্রধান কোরি ক্রাইডার সতর্ক করে বলেছেন, অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের...