ভারতের কালজয়ী হিন্দি সিনেমা ‘শোলের’ জেলার চরিত্রের অভিনেতা গোবর্ধন আসরানি মারা গেছেন। ইন্ডিয়া টুডে লিখেছে, সোমবার দীপাবলীর দিনে চলে গেছেন এই বর্ষীয়ান অভিনেতা; তার বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনেতার ভাইয়ের ছেলে অশোক আসরানি এই খবর নিশ্চিত করেছেন। আসরানির জন্ম রাজস্থানের জয়পুরে। পুণের ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষে তার বলিউডে প্রবেশ ষাটের দশকের শুরুতে। পাঁচ দশকের বেশি সময়জুড়ে ৩৫০টির বেশি হিন্দি সিনেমায় অভিনয় করা আসরানি ভারতীয় চলচ্চিত্রের এক অনন্য অধ্যায়। ক্যারিয়ারের প্রথম দিকে আসরানি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন। তবে কিছুদিন পর থেকে কৌতুক অভিনেতা হিসেবে তার নামডাক ছড়াতে থাকে। এই অভিনেতার সম্পর্কে বলা হয়, হাস্যরস, বুদ্ধিমত্তা ও অভিনয়ের সূক্ষ্ম সমন্বয়ে তিনি চরিত্রে প্রাণ সঞ্চার করতে পারতেন। ‘শোলে’ সিনেমায় অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও আমজাদ খানের মত তারকাদের ভিড়ে আসরানির জেলার চরিত্রটি...