বিয়ের পরে বেশির ভাগ ক্ষেত্রে মেয়েদেরকে নতুন পরিবেশে নতুন বাড়িতে যেতে হয়। তাই বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে নানান বিষয়ে উত্তর খুঁজতে থাকেন। তারা কোন কোন বিষয়ে সবেচেয়ে বেশি সন্ধান করেন, কী বলছে সাম্প্রতিক সমীক্ষা? ১. বিয়ের আগে মেয়েরা নজর দেন নিজেদের সাজপোশাকের বিষয়ে। সেই কারণে বিভিন্ন রূপচর্চার পরামর্শ দেওয়ার ওয়েবসাইটগুলোতে তারা ঘোরাফেরা করেন। তাছাড়া অনলাইন কেনাকাটার মাধ্যমগুলোতেও অনেকের আনাগোনা বাড়ে। ২. অনেক মেয়ের ক্ষেত্রে দেখা যায়, তারা বিয়ের আগে নতুন রেসিপি শেখার চেষ্টা করেন। নতুন জায়গায় গিয়ে রান্নার দায়িত্ব সামলাতে হতে পারে বলে তারা সে বিষয় নিয়ে আগে থেকেই জানার চেষ্টা শুরু করে দেন। ৩. মধুচন্দ্রিমায় কোথায় বেড়াতে যাবেন, সে বিষয়ে ভাবতে শুরু করেন কিছু মেয়েরা। শুধু তাই নয়, এজন্য জায়গাগুলোর সন্ধানও চালান। তাই দেখা গেছে, বিয়ের আগে বিভিন্ন ট্রাভেল...