ত্রয়োদশ শতাব্দীতে আবর, ভারতীয় ও পারস্যের বণিকদের মাধ্যমে থাইল্যান্ডে ইসলামের আগমন শুরু হয়। শুরুর দিকে মুসলমানরা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বসতি স্থাপন করে। পরে ধীরে ধীরে দেশটিতে ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে শুরু করেন। ত্রয়োদশ শতাব্দীতে আবর, ভারতীয় ও পারস্যের বণিকদের মাধ্যমে থাইল্যান্ডে ইসলামের আগমন শুরু হয়। শুরুর দিকে মুসলমানরা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বসতি স্থাপন করে। পরে ধীরে ধীরে দেশটিতে ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে শুরু করেন। বস্তুত দেশটির দক্ষিণাঞ্চল একসময় পাত্তানি সালতানাত নামে পরিচিত হয় এবং এটি মুসলিম রাজ্য এবং মালয়েশিয়ার কেলান্তান ও তেরেঙ্গানুর সাথে সংযুক্ত ছিল। ১৯০২ সালে সিয়াম (বর্তমান থাইল্যান্ড) এ অঞ্চল দখল করে নেয়। থাইল্যান্ডের কেন্দ্রীয় অঞ্চলে মুসলিমরা প্রধানত ইরান, ভারত, বাংলাদেশ ও চীন থেকে এসে বসবাস শুরু করেন। ব্যাংককের বাংলা মহল্লা ও চুলালংকর্ন মসজিদ তাদের ঐতিহ্যের স্মারক ও...