২১ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৯:০৯ এএম রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরতে পারে এমন এক কূটনৈতিক বার্তা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি বলেছেন—যুদ্ধের অবসান ঘটাতে হলে রাশিয়ার শর্ত মেনেই চুক্তির পথে হাঁটতে হবে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প এই বার্তা দেন। বৈঠকটি ছিল চলমান রুশ–ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি ও ভবিষ্যৎ সমঝোতা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনার অংশ। ট্রাম্পের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল—রক্তক্ষয়ী সংঘাতের দ্রুত অবসান এবং ইউরোপীয় স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা। তবে ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নে এই প্রস্তাবকে জেলেনস্কি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। বৈঠক সম্পর্কে অবগত দুইজন কর্মকর্তা জানান, বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে চাপ দেন রাশিয়ার দখল করা অঞ্চলগুলো ছেড়ে দিয়ে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে। তিনি বলেন,...