ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির পূর্বাঞ্চলের আল-শাআফ এলাকায় দুটি পৃথক হামলায় চারজন নিহত হন। নিহতরা নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর দেখতে ফিরে আসার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা কিছু “যোদ্ধার” দিকে গুলি চালিয়েছিল, যারা “হলুদ সীমারেখা” অতিক্রম করে শুজাইয়ার দিকে অগ্রসর হচ্ছিল এবং সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও গাজায় বারবার হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত...