২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি আগামী বছরের প্রথম দিকে চীনের বেইজিং সফরে যাবেন। এই সফর হবে চীনের আমন্ত্রণে এবং মূল লক্ষ্য হবে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা। ট্রাম্পের এই সফর আন্তর্জাতিক কূটনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরের পাশাপাশি ট্রাম্প মন্তব্য করেছেন, চীন তাইওয়ান দখল করতে চায় না। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সফরের বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, “আমাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি আগামী বছরের প্রথম দিকেই সেখানে যাচ্ছি। বিষয়টি মোটামুটি ঠিক হয়ে গেছে।” তিনি আরও উল্লেখ করেছেন, এই মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।...