অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা ও গুলিবর্ষণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতির মধ্যেও এ হামলা নতুন করে উত্তেজনা ও শঙ্কা তৈরি করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানানো হয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলের আল-শাআফ এলাকায় দুটি পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতরা নিজেদের বাড়িঘর দেখতে ফিরে এলে ইসরাইলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গুলি চালিয়েছে এমন কিছু যোদ্ধার দিকে যারা ‘হলুদ সীমারেখা’ অতিক্রম করে শুজাইয়ার দিকে অগ্রসর হচ্ছিল এবং তাদের জন্য হুমকি তৈরি করেছিল। এই ‘হলুদ রেখা’ আসলে গত ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত একটি সীমা, যার পেছনে ইসরাইলি সেনারা অবস্থান করছে যুদ্ধবিরতির শর্ত...