রাশিয়ান গোয়েন্দাদের সঙ্গে ইউরোপে মানবপাচারের চক্রের যোগাযোগ রয়েছে—এমন ইঙ্গিত পাওয়া গেছে সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে। বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল মিতভ ‘দ্য টাইমস’কে বলেন, তার সরকারের হাতে এমন প্রমাণ রয়েছে যা রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা ও ইউরোপজুড়ে অবৈধ অভিবাসীদের চলাচলে সহায়তাকারী চক্রের মধ্যে সরাসরি যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে। এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন ইউরোপের বিভিন্ন দেশের মন্ত্রীরা এবং ব্রিটেনের নেতা কিয়ার স্টারমার আগামী সপ্তাহে লন্ডনে এক বৈঠকে মিলিত হচ্ছেন। বৈঠকে পশ্চিম বলকান অঞ্চল দিয়ে ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা হবে। ড্যানিয়েল মিতভ বলেন, ‘শত্রুতাপূর্ণ রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যকে অস্থিতিশীল করতে অবৈধ অভিবাসনের ঢলকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’ তিনি আরও দাবি করেন, কিছু বামপন্থি মানবাধিকার সংগঠনও এসব পাচারকারী চক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। এই অভিযোগগুলো এমন সময় সামনে...