মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মালাক্কার জনপ্রিয় বিনোদনকেন্দ্র পান্তাই ক্লেবাং সৈকত গত এক সপ্তাহে যেন এক উৎসবমুখর স্থানে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের পর শত শত মানুষ সেখানে ভিড় করছেন—হাতে জাল, স্কুপ বা কেবল খালি হাতে কাদামাটির মধ্যে নেমে শামুক ধরছেন আনন্দ-উল্লাসে। সামাজিক যোগাযোগমাধ্যমে শামুকের খবর ছড়িয়ে পড়ার পর সৈকতের পরিবেশে তৈরি হয়েছে এক ধরনের ‘শামুক উৎসব’। নিম্ন জোয়ারের সময় কাদা ও বালির নিচে শামুক খোঁজার এই অভিযান এখন রীতিমতো পারিবারিক আনন্দে পরিণত হয়েছে। অনেকেই জানান, এখান থেকে কেউ খালি হাতে ফিরছেন না। বর্তমানে বাজারে শামুকের দাম কিলোগ্রামপ্রতি ১০ থেকে ১৮ রিঙ্গিত হওয়ায় স্থানীয়দের মধ্যে তা সংগ্রহের আগ্রহ আরও বেড়েছে। কাম্পুং সুংগাই পুতাত, বাতু বেরেন্দাম এলাকার ২৯ বছর বয়সী শিশু সেবিকা রোসজানা জোহারি বলেন, ভিডিওতে এত শামুক দেখে আমি অবাক...