২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ এএম ইসরায়েলি বিমান বাহিনী সোমবার দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। একই সময়ে ইসরায়েলি ড্রোন ও নজরদারি বিমানগুলো বৈরুত ও তার দক্ষিণ উপকণ্ঠের আকাশসীমা লঙ্ঘন করে নিম্ন উচ্চতায় উড়েছে, এমনকি বেকা উপত্যকা পর্যন্ত পৌঁছায়। ইসরায়েলি বিমানগুলো জেজিন জেলায় জারমাক ও আইশিয়েহ শহরের উপকণ্ঠে মোট আটটি হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, তারা ইসরায়েল ও লেবাননের মধ্যে বিদ্যমান সমঝোতা লঙ্ঘন করে সন্ত্রাসী ঘাঁটি এবং হিজবুল্লাহর পুনর্গঠিত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় ও সব ধরনের হুমকি দূর করতে কার্যক্রম চালিয়ে যাবে।’ এই উত্তেজনা এমন সময়ে দেখা দিয়েছে, যখন লেবানন সরকারের ওপর তার দেশের সব অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে ফিরিয়ে আনার...