২১ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৯:২৯ এএম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ এলাকা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তাই এই পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার বদলে আলোচনার মাধ্যমে শান্তির পথ খোঁজার সময় এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। গত রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এখনই যুদ্ধ থামানো উচিত উভয় পক্ষের। তার মতে, অব্যাহত যুদ্ধ শুধু প্রাণহানি বাড়াবে এবং শান্তির সম্ভাবনা আরও দূরে সরিয়ে দেবে। আল জাজিরা জানায়, ট্রাম্প বিশ্বাস করেন রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের একটি বিশাল অংশ দখল করে নিয়েছে, যা ভবিষ্যতে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “উভয় পক্ষেরই এখন যুদ্ধ বন্ধ করা উচিত। সবাইকে ঘরে ফিরতে হবে, মানুষ হত্যা বন্ধ করতে হবে। যুদ্ধ...