নিজস্ব প্রতিবেদক: সূরা আলে ইমরানের শুরুতে আয়াতসমূহকে দুই ভাগে ভাগ করেছেন: 'মুহকাম' (স্পষ্ট বিধানযুক্ত) এবং 'মুতাশাবিহ' (প্রাজ্ঞ আলেম ব্যতীত অন্য কারো পক্ষে বোঝা কঠিন)। তিনি বলেছেন যে, মুহকাম আয়াতসমূহকে অনুসরণ করা উচিত। আল্লাহ তাআলা এবং আলেমগণ সাক্ষ্য দেন যে, তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। আলেমদের এই সাক্ষ্যকে দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আলেমদের মর্যাদাকে ফুটিয়ে তোলে। আল্লাহ তাআলা রাজত্বের মালিক। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। আল্লাহকে ভালোবাসার প্রমাণ হিসেবে রাসূল (সা.)-কে অনুসরণ করার কথা বলা হয়েছে। রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করাই আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ। সূরা আলে ইমরানের ৩৫ নম্বর আয়াতে ঈসা (আ.)-এর নানী মারইয়ামের মায়ের ঘটনা দিয়ে শুরু হয়েছে। তিনি আল্লাহর কাছে মান্নত করেছিলেন যে তার গর্ভের সন্তানকে আল্লাহর...