দীপাবলিকে আরও আলোকিত করে তুললেন উদ্যোক্তা ও সমাজকর্মী এম কে ভাটিয়া। উৎসবের আনন্দ ভাগ করে নিতে তিনি তার প্রতিষ্ঠানের ৫১ জন কর্মীকে উপহার দিয়েছেন একেকটি নতুন গাড়ি। মিটস হেলথকেয়ারের এ প্রতিষ্ঠাতা নিজেই কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেন।এ নিয়ে টানা তৃতীয় বছর ধরে ভাটিয়া তার সহকর্মীদের গাড়ি উপহার দিচ্ছেন। লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, গত দুই বছর আমরা আমাদের নিবেদিতপ্রাণ টিমকে গাড়ি উপহার দিয়ে উৎসব উদযাপন করেছি—এ বছরও সেই আনন্দের ধারাবাহিকতা বজায় থাকছে। আমি কখনো তাদের কর্মী বলিনি; তারা আমার জীবন সিনেমার রকস্টার সেলিব্রিটি, যারা প্রতিটি দৃশ্যকে ব্লকবাস্টার বানিয়ে দেয়।ভাটিয়ার এই উপহার পর্ব শেষে আয়োজন করা হয় এক বিশেষ ‘কার গিফট র্যালি’। শোরুম থেকে শুরু হয়ে র্যালিটি পৌঁছে মিটস হাউস অফিসে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ ও টিমের...