সময়ের সঙ্গে সঙ্গে শোবিজ অঙ্গনের সম্পর্কের সমীকরণ বদলায়। এটা খুব সাধারণ ব্যাপার। কিন্তু টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণীর সম্পর্ক এতটা ঠুনকো নয়, বারবার বুঝিয়ে দিয়েছেন দু‘জনে। এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ার এক ‘ওপেন সিক্রেট’। যদিও টলিপাড়ার ঘনিষ্ঠ মহলের দাবি, গত বেশ কিছুদিন ধরেই নাকি দু‘জনের মধ্যে মনোমালিন্য হয়েছে বেশ কয়েকবার। অন্য নায়িকার সঙ্গে দেবের ঘনিষ্ঠতা নিয়েও উঠেছে প্রশ্ন। গত বছর তো ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছিলেন রুক্মিণী। পরে অবশ্য দেবের জন্মদিনে পাশে ছিলেন তিনি। কিন্তু গত কয়েকদিন ধরেই দেবের পাশ থেকে ‘গায়েব’ রুক্মিণী। নায়কের ২০ বছরের সেলিব্রেশন ইভেন্টে পর্যন্ত অনুপস্থিত ছিলেন রুক্মিণী।‘রঘু ডাকাত’র স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা মেলেনি তার। আর নায়িকার অনুপস্থিতি দেবের সঙ্গে তার সম্পর্ক টালমাটালের গুঞ্জন উস্কে দিয়েছে। এদিকে এক কালীপূজার উদ্বোধনে যোগ দিতে...