ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে পুনঃতদন্তের আদেশের পরপরই এই মামলা করা হয়।সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করে মামলাটি করেন অভিনেতার মামা আলমগীর কুমকুম।মামলার আসামিদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।এর আগে, সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। আদালত নির্দেশ দেন, সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নয়, বরং হত্যা হিসেবে তদন্ত চালাতে হবে এবং রমনা থানার ওসিকে প্রতিবেদন দিতে হবে।চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয়, সালমান শাহর মরদেহের বাম পাশে...