রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহকারী চেরোনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে সেখানকার কোম্পানি চেরনিহিভোব্লেনেরর্গো।এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, 'হামলার জেরে কেন্দ্রটি বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।' তবে বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। চেরোনোবিল বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইউক্রেনীয় শহর স্লাভুতিচের মেয়র ইউরি ফোমিচেভ এক্স-এ পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, সোমবার রুশ বাহিনীর হামলার পর থেকে তার শহরে বিদ্যুৎ নেই।২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতিবারই শীত আসার আগে ইউক্রেনের তেল ও গ্যাস উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্কে হামলা চালিয়েছে রুশ বাহিনী, এবারও তার...