নিজস্ব প্রতিবেদক: আল-আরাফকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে।সূরাটির শুরুতে আদম (আ.)-এর সৃষ্টি এবং ফেরেশতাদের সিজদা করার নির্দেশের বিষয়ে বলা হয়েছে, যা ইবলিস (শয়তান) ব্যতীত সবাই মেনেছিল। ইবলিসের অহংকার তাকে জান্নাত থেকে বিতাড়িত করে এবং সে মানবজাতিকে ডান, বাম, সামনে ও পিছন থেকে পথভ্রষ্ট করার শপথ নেয়। ২৫ নম্বর আয়াত থেকে আল্লাহ তায়ালা আদম (আ.)-এর সন্তানদের প্রতি চারটি গুরুত্বপূর্ণ আহ্বান করেছেন: আল্লাহ মানুষকে পোশাক দান করেছেন লজ্জা নিবারণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য, তবে তাকওয়ার পোশাকই সর্বোত্তম। শয়তান যেন আদম ও হাওয়া (আ.)-কে জান্নাত থেকে বের করে দেওয়ার মতো আদম সন্তানদেরকেও পথভ্রষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। আল্লাহ সালাতের সময় উত্তম পোশাক পরিধান করতে এবং খেতে ও পান করতে বলেছেন, তবে অপচয় না করতে নিষেধ...