ইসরায়েল গাজায় বিমান হামলা ও গুলি চালানো অব্যাহত রেখেছে, যার ফলে হামাসের সঙ্গে করা নাজুক যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন এই চুক্তিকে পুনরায় স্থিতিশীল করতে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, পূর্ব গাজার তুফাহ এলাকার পূর্বদিকে আল-শাফ অঞ্চলে দুটি পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। সংস্থাটি জানায়, তারা নিজেদের বাড়িঘর দেখতে ফিরছিলেন, তখন ইসরায়েলি সেনারা গুলি চালায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা সেইসব যোদ্ধাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে যারা কথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করে শুজাইয়া এলাকায় সেনাদের দিকে এগিয়ে গিয়েছিল এবং সৈন্যদের জন্য ‘হুমকি’ তৈরি করেছিল। এই ‘হলুদ রেখা’ ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত হয়। এটি সেই সীমারেখা, যার পেছনে ইসরায়েলি সেনারা পিছু হটে অবস্থান করছে যুদ্ধবিরতির অংশ হিসেবে। গাজা নগরের...