অল্প কয়েকটি উপকরণ দিয়ে রান্না করা যায় দই মাটন। প্রোটিনে ভরপুর এই পদ মাত্র তিন ধাপে রান্না করতে পারেন। জেনে নিন রেসিপি। উপকরণখাসির মাংস: ১ কেজিটক দই: আধা কাপআদাবাটা: ১ টেবিল চামচরসুনবাটা: ১ চা–চামচলাল মরিচগুঁড়া: ৩ চা–চামচহলুদগুঁড়া: সিকি চা–চামচধনেগুঁড়া: ২ চা–চামচগরমমসলাগুঁড়া: ১ চা–চামচকাজুবাটা: ১ টেবিল চামচবেরেস্তা: আধা কাপসাদা গোলমরিচগুঁড়া: আধা চা–চামচতেল বা ঘি: আধা কাপচিনি: সিকি চা–চামচলবণ: স্বাদমতো।আরো পড়ুন:লুচির সঙ্গে থাকুক ‘নারকেল ছোলার ডাল’পূজায় অতিথি আপ্যায়নে থাকুক ‘ছানার লুচি’ প্রথম ধাপ:একটি বাটিতে টক দই নিয়ে তার মধ্যে সব মসলা ভালো করে মিশিয়ে নিন। চুলায় পাত্র বসিয়ে তেল গরম করে মসলার মিশ্রণটি ঢেলে কিছুক্ষণ কষান। এ পর্যায়ে মাংস দিয়ে নেড়েচেড়ে ঢেকে...