[ষষ্ঠ পর্ব]১৯৬৭ সালে কট্টর বামপন্থি সংগঠন সিপিইপি (হক-তোয়াহার নেতৃত্বাধীন) আট দফা ঘোষণা করে। যাতে বলা হয় ‘পূর্ব বাংলার মুক্তির পথ-জনগণতান্ত্রিক এক বিপ্লব’ (প্রকাশনার ধাপ বা পরিচয় নেই)।সিরাজ সিকদারের নেতৃত্বাধীন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন ১১ দফার যে থিসিস প্রকাশ করে ১৯৬৮ সালের ১ ডিসেম্বর, যাতে স্বাধীনতা-সংগ্রামের প্রেক্ষাপটে দ্বন্দ্ব সম্পর্কে তাদের মূল্যায়ন পেশ করে। তাদের মূল্যায়ন হচ্ছে—১. পূর্ব বাংলার জনগণের সাথে পাকিস্তানি উপনিবেশবাদের দ্বন্দ্ব, ২. পূর্ব বাংলার বিশাল কৃষক-জনতার সাথে সামন্তবাদের দ্বন্দ্ব, ৩. (ক) পূর্ব বাংলার জনগণের সাথে সাম্রাজ্যবাদ বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদের জাতীয় দ্বন্দ্ব, (খ) সংশোধনবাদ, বিশেষত সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব, (গ) পূর্ব বাংলার জনগণের সাথে ভারতীয় সম্প্রসারণবাদের দ্বন্দ্ব, ৪. বুর্জোয়াদের সাথে শ্রমিক শ্রেণির দ্বন্দ্ব। সিরাজ সিকদার বিপ্লবের ডাক দিয়ে বিপ্লবের চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।১৯৬৯ সালের এপ্রিলে কাজী জাফর-মেনন-রণোর নেতৃত্বাধীন ‘কমিউ...