২১ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম ইসরায়েল থেকে ফেরত আসা ফিলিস্তিনিদের মৃতদেহ ঘিরে নতুন করে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে গাজায়। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, ইসরায়েল ১৩৫ জন ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে—আর প্রত্যেকটির দেহে দেখা গেছে ভয়াবহ নির্যাতনের চিহ্ন। এই মৃতদেহগুলো দীর্ঘদিন ধরে রাখা হয়েছিল কুখ্যাত ইসরায়েলি আটককেন্দ্র সদে তেইমান-এ, যা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আগেই আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই মৃতদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে। কেন এই দেহগুলো ফেরত দেওয়া হলো?—গাজার কর্মকর্তারা বলছেন, এটি মূলত সাম্প্রতিক মার্কিন-মধ্যস্থ যুদ্ধবিরতির অংশ হিসেবে একটি সমঝোতার ফল, যার আওতায় ইসরায়েল কিছু নিহত ফিলিস্তিনির দেহ ফেরত দিয়েছে। তাদের মধ্যে অনেকেই ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর আটক বা নিহত...