২১ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা ও গুলি থামছে না। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রাণ হারিয়েছেন প্রায় এক শ’ ফিলিস্তিনি। এই পরিস্থিতিতে হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে নতুন করে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, আল-শাফ এলাকায় দুটি পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছেন। তারা নিজেদের বাড়িঘরের অবস্থা দেখতে ফিরছিলেন, এমন সময় ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শুজাইয়া এলাকায় তাদের অবস্থানের কাছাকাছি ‘হলুদ রেখা’ অতিক্রম করে কিছু সশস্ত্র ব্যক্তি অগ্রসর হলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ‘হলুদ রেখা’টি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪ অক্টোবর প্রকাশিত মানচিত্রে নির্ধারিত সীমারেখা, যার পেছনে ইসরায়েলি...