বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনানিবাসে ক্যু-পাল্টা-ক্যুর মাধ্যমে ক্ষমতার পাদপ্রদীপে আসেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। নিজের ও পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি। ৯ মাস যুদ্ধের পর মুক্ত-স্বাধীন দেশে চাকরিতে ফিরে যান জিয়া। সেনানিবাসে উচ্চাভিলাষী কর্মকর্তাদের নানারকম পরীক্ষা-নীরিক্ষার মাঝে তিনি ছিলেন আশ্চর্যরকমের নির্লিপ্ত। অর্পিত দায়িত্ব ও স্ত্রী-সন্তান নিয়ে মধ্যবিত্ত সুখী জীবনই ছিল তার ব্রত। কিন্তু ভাগ্যের খেলায় দেশ রক্ষায় তিনি চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। প্রথমে সেনাশাসক পরে নির্বাচিত সরকারপ্রধান হয়ে জনগণের সামনে মেলে ধরেন নতুন সম্ভাবনার দুয়ার। বহুদলীয় গণতন্ত্রের উদ্দেশ্যে আওয়ামী লীগ-জামায়াতসহ সবাইকে দেন রাজনীতি করার সুযোগ। একপর্যায়ে তিনিও গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সৎ, মেধাবী ও পরিশ্রমী জিয়া ও তার দল খুব কম সময়েই জনপ্রিয়তা অর্জন করে। ক্ষণজন্মা এ পুরুষ দ্রুত সিদ্ধান্ত নিতে এবং বাস্তবায়ন করতে পারতেন। শিক্ষা-স্বাস্থ্য-জনশক্তি-পোশাক শিল্প-নিরাপত্তায়...