বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি অবজ্ঞা, অবহেলা ও বৈষম্যের অভিযোগ নতুন নয়। অতীতেও তাদের কিছু দাবিদাওয়া নিয়ে বিভিন্ন সময় রাজপথে নামতে দেখা গেছে। এ চিত্রের বদল ঘটেনি। বেসরকারি এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক সংখ্যা প্রায় চার লাখ। এসব প্রতিষ্ঠানে রয়েছে দেশের মোট শিক্ষার্থীর বড় একটি অংশ। বিপুলসংখ্যক শিক্ষার্থীকে যারা আগামী দিনের মেধাবী নাগরিক তৈরির দায়িত্বে নিয়োজিত, তাদের যে বেতন কাঠামো, তা বর্তমান সময়ে বেমানান। দুর্মূল্যের বাজারে এ বেতন কাঠামো কতটা বাস্তবসম্মত—এ প্রশ্ন অবান্তর। কেননা, সংসারের খরচ যিনি মেটান কিংবা বাজারের ব্যাগ নিয়ে যিনি বাজারে যান, তিনিই জানেন ক্রমবর্ধমান জীবনযাত্রার সঙ্গে টিকে থাকা কতখানি কষ্টের। অত্যন্ত দুঃখের বিষয়, ন্যূনতম কিছু দাবির জন্যও যখন শিক্ষক গ্রেপ্তার, লাঞ্ছনা ও অপমানের শিকার হন, তখন তা হয় সমগ্র জাতিরই অপমান।আমরা মনে করি, শিক্ষকের সম্মান...