ছয় দশক ধরে অবিচল দাঁড়িয়ে আছে কাপ্তাইয়ের পিলার বিহীন মসজিদ। কর্ণফুলি পেপার মিলস কর্তৃপক্ষের নির্মিত এই মসজিদটি কর্ণফুলি পেপার মিলস বড় মসজিদ নামেও পরিচিত। পাহাড়ের সবুজ মনোরম শীতল পরিবেশে ১৩ হাজার বর্গফুটের এই মসজিদটি স্থানীয় মুসল্লিদের যেমন প্রিয়, তেমনি এর বিশেষত্ব নজর কেড়েছে দেশি বিদেশি পর্যটকদেরও। স্তম্ভ বা পিলার ছাড়া কোনো ভবন নির্মাণের কথা কেউ কল্পনা না করলেও, রাঙামাটির কাপ্তাইয়ে ৫৯ বছর আগে নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ পিলারবিহীন এই মসজিদটি। পাহাড়ি সবুজ বনবনানীর মাঝখানে অবস্থিত অপরূপ সুন্দর এই ঐতিহ্যবাহী মসজিদ। কাপ্তাই বেড়াতে আসা দেশি-বিদেশি অনেক পর্যটক ঐতিহ্যবাহী মসজিদটি দেখতে এখানে চলে আসেন। ১৯৬৬ সালে দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক এনে কর্ণফুলি পেপার মিল্স (কেপিএম)-এর শ্রমিকদের জন্য মসজিদটি নির্মাণ করেন দাউদ গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আহমেদ দাউদ এইচ কে। ১৩ হাজার...