মঙ্গলের গ্রহের বুকেই দাঁড়িয়ে আছেন দর্শনার্থীরা। অথচ, এর জন্য পাড়ি দিতে হচ্ছে না কোটি কোটি কিলোমিটার দূরের মঙ্গলে। পৃথিবীতেই সেই অভিজ্ঞতা এনে দিয়েছে চীন। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের জিউচ্যাংয়ে গোবি মরুভূমির বুকে গড়ে তোলা হয়েছে মঙ্গলগ্রহের আদলে নির্মিত মার্স বেজ ওয়ান। স্পেস সায়েন্স ও প্রযুক্তির সমন্বয়ে গড়া এই থিম বেজ এখন ভ্রমণপিপাসুদের নতুন আকর্ষণ। ফুটেজে দেখা যায়, মরুভূমির বুকে ফিউচারিস্টিক নকশায় তৈরি বেজ ক্যাম্প, ক্যাপসুল, স্যাটেলাইট লঞ্চ সেন্টার ও গবেষণা ল্যাবরেটরি। দর্শনার্থীরা এখানে এসে মহাকাশচারীদের মতো স্যুট পরে হাঁটতে পারেন, তাদের ব্যবহৃত যন্ত্রপাতি কাছ থেকে দেখতে পারেন এবং স্পেস লাইফের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এক দর্শনার্থী জানান, মহাকাশচারীরা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করেন, তা এখানে এসে অনুধাবন করতে পেরেছি। মাথা ঘুরেছে, অস্বস্তিও লেগেছে। অন্য এক দর্শনার্থীর মতে, মঙ্গলের...