ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতা দূর করে বাজার ব্যবস্থাপনায় ন্যায্যতা ফিরিয়ে আনা, ভেজাল দূর করে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং ভোক্তার স্বার্থরক্ষা করতে আওয়ামী লীগ সরকার নতুন তিনটি প্রতিষ্ঠান তৈরি করে। ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তৈরি করা হলেও, এগুলো কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। অথচ সব প্রতিষ্ঠানই একেকটি নিয়ন্ত্রক সংস্থা। এতে শুধু বেড়েছে প্রতিষ্ঠানের সংখ্যা। পুনর্বাসন হচ্ছে কিছু আমলার খরচ বেড়েছে সরকারের। আদতে করের বোঝা বেড়েছে সাধারণ মানুষের ওপর। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সারা দেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছিল, তাতে কিছু মুখ পরিবর্তন হয়েছে। কাজেকর্মে প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত আরও দুর্বল অবস্থায় নেমেছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব নিয়ন্ত্রক সংস্থায় যাদের পদায়ন করা হয়, তারা কেউই এসব খাতের অভিজ্ঞ নন। এটা বড় জটিলতা। ফলে কাজ...