রাশিয়ার হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বেশ কয়েকটি এলাকা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গতকাল সোমবার এ হামলা চালানো হয়। চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে। চেরনিহিভ অঞ্চলের স্থানীয় বিদ্যুৎ কোম্পানি চেরনিহিভবলেনের্গো এক বিবৃতিতে জানিয়েছে, সবশেষ হামলায় একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল। সেটি চেরনোবিল বিদ্যুৎকেন্দ্র কিনা তা জানানো হয়নি। তবে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশের প্রধান শহরটিসহ বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। কিয়েভ অঞ্চলের স্লাভুতিচ শহরের মেয়র ইউরি ফোমিচেভ টেলিগ্রামে জানান, হামলার পর শহরের একটি অংশে বিদ্যুৎ চলে যায়। চেরনোবিল কেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়লেও পানির সরবরাহ ব্যবস্থা জরুরি বিদ্যুৎ সংযোগে চালু রাখা হয়েছে। বিদ্যুৎ পুনঃসংযোগে জরুরি দল কাজ করছে বলে জানান তিনি।...