২১ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪১ এএম ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাশিয়ার নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর। সোমবারের এই হামলায় প্রদেশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষ কঠিন দুর্ভোগের মধ্যে পড়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার মূল লক্ষ্য ছিল চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার (২০ অক্টোবর) রাশিয়া ইউক্রেনের চেরনিহিভ প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার উদ্দেশ্য ছিল ইউক্রেনের শক্তি অবকাঠামোকে দুর্বল করা, যাতে শীত আসার আগেই দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, রুশ বাহিনী এবার সরাসরি বিদ্যুৎকেন্দ্র ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই টার্গেট করেছে—যা যুদ্ধের এক ভয়াবহ নতুন দিক নির্দেশ করে। চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহের মূল উৎস হলো...