আরও রয়েছে বিকল্প কর্মসংস্থানের অভাব। মাছ ধরা বন্ধ থাকলে জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের তেমন কোনো ব্যবস্থা নেই, যার ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েন। সরকার ২৫ কেজি করে চাল দিলেও, তা তাদের পুরো চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট নয়। এসব নানা কারণে প্রশাসনের অভিযানের সময় তারা সংঘবদ্ধভাবে আক্রমণ চালাচ্ছেন।বাংলাদেশে ২০০৩-০৪ সাল থেকেই জাটকা রক্ষার কর্মসূচি শুরু হয়। তখন থেকে ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছিল। ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে-পরে ১১ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে গবেষণায় দেখা যায়, শুধু পূর্ণিমায় নয়, অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে। পরে পূর্ণিমা ও অমাবস্যা মিলিয়ে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়। সে হিসাবে গত ৩ অক্টোবর মধ্য রাত থেকে দেশের নদনদীতে মা ইলিশ রক্ষায় অভিযান শুরু করেছে সরকারের মৎস্য বিভাগ।...