ফুসফুসের ক্যান্সার এমন এক নীরব ঘাতক, যা প্রথম দিকে শরীরে খুব একটা লক্ষণ না দেখিয়েই ধীরে ধীরে বিকশিত হয়। প্রাথমিক পর্যায়ে এর উপসর্গগুলো সাধারণ সর্দি-কাশি, ব্রঙ্কাইটিস বা হাঁপানির মতো মনে হয় বলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তা অবহেলা করেন। ফলে সময়মতো চিকিৎসা শুরু না হওয়ায় রোগটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে, ফুসফুসের ক্যান্সারের কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ উপসর্গ আছে, যা সচেতনভাবে খেয়াল করলে আগেভাগেই রোগ শনাক্ত করা সম্ভব। নিচে এমন পাঁচটি উপসর্গ তুলে ধরা হলো, যা প্রায়ই অজান্তেই উপেক্ষিত থেকে যায়। তিন সপ্তাহের বেশি স্থায়ী কাশিযদি কোনো কাশি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকে এবং সাধারণ ঠান্ডা বা অ্যালার্জির ওষুধে না সারে, তবে এটি হতে পারে ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক সতর্ক সংকেত। এই দীর্ঘস্থায়ী কাশি কখনো শুকনো, কখনো বা কফযুক্ত...