ফজরের নামাজ ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। অন্যান্য ওয়াক্তের নামাজের চেয়ে ফজরের নামাজ আলাদা গুরুত্ব বহন করে। হাদিসে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে যে বহু সওয়াব ও মহাপুরস্কারের কথা উল্লেখ আছে, তা জানলে প্রতিদিনের নামাজের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। উত্তম দিনযাপনফজরের নামাজ আদায়ের জাগতিক উপকারও অনেক। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, তার সারাদিন উত্সাহ ও প্রফুল্লতাময় হয়ে যায়। (বুখারি, হাদিস : ১১৪২) সবকিছুর চেয়ে উত্তমআল্লাহর রাসুল (সা.) বলেন, ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম। (মুসলিম, হাদিস : ১৫৭৩) অর্ধরাত ইবাদতের সওয়াবনবী (সা.) বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, সে যেন পুরো রাত জেগে নামাজ আদায় করেছে। (মুসলিম, হাদিস : ১৩৭৭) মুনাফিকির তালিকা থেকে...