শুধু থাইল্যান্ড, ভিয়েতনাম বা ভারতের কেরালা রাজ্যেই নয়, বাংলাদেশেও রয়েছে প্রায় এক কিলোমিটার জুড়ে বিস্তৃত ‘ভাসমান বাজার’। দুইশ বছরের পুরোনো দেশের বৃহত্তম এই ভাসমান বাজারটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটায় বেলুয়া নদীর মোহনায় অবস্থিত। ছোট ছোট নৌকায় করে আসা প্রান্তিক চাষিরা তাদের পণ্য নিয়ে যান পাইকারদের ট্রলারের কাছে। দরদামে বনলেই হয় পণ্য হাতবদল। পণ্য ওঠে ছোট নৌকা থেকে পাইকারের বড় ট্রলারে। এখানে একেকটি নৌকা বা ট্রলারই একেকটি দোকান। এখানে মূলত কৃষিপণ্য বেচাকেনা হয়। সুন্দর প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা পুরো বাজারটি বেলুয়া নদীর বুকে পানির ওপর ভাসছে। সপ্তাহে দুদিন শুক্র ও সোমবার এই বাজার বসে। ভোরের আলো ফোটার আগেই সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ বাজারের মূল বেচাকেনা। কখনো কখনো চাল, ডাল, ধান, সুপারি, গাছের চারা, শাক-সবজিসহ অন্যান্য মালামাল পাইকারি...