দেশের শেয়ারবাজারে ফের লেনদেন খরা তীব্রতর হচ্ছে। ধারাবাহিকভাবে কমছে লেনদেন। গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৬৪ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৪২ কোটি ৪০ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৭ কোটি ৭৬ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ২৪ জুনের পর ডিএসইতে সব থেকে কম লেনদেন হলো। লেনদেন খরা দেখা দিলেও বাজারটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে বেড়েছে সবকটি মূল্যসূচক। ডিএসইতে দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরপরও বাজারটিতে মূল্যসূচক বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার কয়েক মিনিটের...