যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার কেন্দ্রীভূত ছিল ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) ক্যাম্পেইনকে ঘিরে। ট্রাম্প বলেছিলেন, তিনি আমেরিকার স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। স্লোগান তুলেছিলেন, ‘আমেরিকা ফার্স্ট’। তার ‘চতুরতা’ বুঝতে না পেরে আমেরিকানরা রেকর্ডসংখ্যক ভোট দিয়ে ব্যবসায়ী ট্রাম্পকে নির্বাচিত করেন নিজেদের প্রেসিডেন্ট বা ভাগ্যবিধাতা হিসেবে। কিন্তু হোয়াইট হাউজে ঢোকার পর প্রকাশ পেতে শুরু করে ট্রাম্পের ‘আসল চেহারা’। ওভাল অফিসে বসার বছরপূর্তি হতে না হতেই দেখা গেল ‘আমেরিকা ফার্স্ট’ হয়ে গেছে ‘ট্রাম্প ফার্স্ট’। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনের শিরোনাম করা হয়প্রেসিডেন্টের বিশ্বনেতা হওয়ার বাসনা ‘আমেরিকা ফার্স্ট’কে ‘ট্রাম্প ফার্স্ট’ করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের অস্ত্র সমর্পণ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির অর্থ দাঁড়ায় সেখানে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর ইচ্ছা, ভেনেজুয়েলায় মাদক ধ্বংসের অজুহাতে সেনাদের অভিযান; এমনকি, আর্জেন্টিনায় বিপাকে পড়া বন্ধু প্রেসিডেন্টকে...